তোমায় খুঁজতে গিয়ে আমি হারিয়ে ছিলাম
প্রেমহীন এক ঘুমের শহরে।
শুভ্র মেঘের ভাঁজে আমি ভাসছিলাম,
কুমারীদের কাণ্ড দেখে হাসছিলাম!
এখানে কর্মচাঞ্চল্য নেই,
ট্রাফিক জ্যাম নেই,
পতিতাদের হাট নেই,
কুকুরগুলোর আশ্বিনের চেতনা নেই,
পত্রিকার পাতায় ধর্ষণের খবর নেই।
নিস্তব্দ্ধতা নেমেছে এই শহরে,
কবিরা কাব্য করছেন ঘুমের ঘোরে ।
রাজা ঘুমিয়ে পড়েছেন সিংহাসনে,
রানাী সেজে বসে আছেন অন্দর মহলে,
তার ঠোঁট ভিজেনি বহুকাল ধরে,
বহুকাল হয়নি তার মধ্যরাতের স্নান।