রাতের চাদরে, পরম আদরে

বৃষ্টি ঝরে, শীতল হাওয়া বয়,

ক্লান্ত পাখিরা ঘুমায়, চাঁদ -তারা জেগে রয় ।

পাহাড় সমুদ্র একাকার, সম্মুখে বসিবার

নব দুটি ফুল, মিলিবে দু'কুল ।

আজি স্বর্গ মিলেছে ধরায়, প্রিয়ার বদনে,

বিধি তোর শোকর গুজারি কেমনে?