বলেছিলে চলে যাবে কোন রাত্রি শেষে শুভ  শুক্রবারে,

মানুষের হৃদয়ে কতটুকু ফুটলে কবিকে ঈর্ষা করা চলে?

জেগেছে তোমার পাখি হবার সাধ, দুয়ারে দাঁড়িয়ে যমদূত,

হেঁটে যাচ্ছো মহাকালের পথে, বিদায় হে কবি আল মাহমুদ।