সুখের সন্ধানে
মুক্তার আহমেদ
দুখেরে আমি ঘৃণা করি,
দূরে রাখার চেষ্টায় মরি,
সুখকে আমি সর্ব খুজি,
নিয়ে হস্তে শূন্য পুজি।
দুখকে তাড়াইবার তরে,
সর্বদা দৃষ্টি রাখি উপরে,
সুখকে ধরিবার দায়,
নিচে না কভু থাকায়,
সুখ হাসে দূরে দূরে,
বলে ওরে তাকাস না উপরে,
আমি আছি নিচুতে, পাবেনা তুই কিছুতে।