অতঃপর হ্যামিলনের বাশিঁওয়ালা আসলেন বাংলায়,
মিয়াওয়ালি, বিলেত আর হিন্দুস্থান ঘুরে,
লাখো জনতা দাড়িয়ে ছিলো রাস্তার দুপাড়ে।


হায়ানার দল করেছিলেন বন্দী নির্জন প্রকোষ্ঠে,
চরনদ্বয় মাটিতে রেখেই কান্নায় পড়ল নীলকষ্টে।


ধরল বাশিঁ, স্মরণ করল ছাত্র, শ্রমিক, জনতা, হিন্দু-মুসলমান,
পাগল জনতা সেদিন শুনেছিল পূর্ণতার গান।


বন্ধনা করলেন ভারত, রাশিয়া আর শ্রীমতির,
মধুর কণ্ঠে গান শুনে জনতা ছিলো স্থীর।


মা মাটি, মানুষকে চুম্বন করলেন ভরে আপন প্রাণ,
বাংলাকে সালাম জানালেন গেয়ে জয় বাংলার গান।


বিশ্বের কাছে দরখাস্ত রাখলেন গৃহহারা, আর সর্বহারার লাগি,
মানবতার খাতিরে ভিক্ষুক সাজলেন এই মহান ত্যাগী।


কান্নাজড়িত কণ্ঠে ডাকলেন হে কবিগুরু রবি,
বাংগালী আজ মানুষ হয়েছে দেখে যাও ছবি।


ডাকাত, লুটরাজ,  দালালদের করল বজ্র কণ্ঠে হুশ,
হায়নাদের মাফ করল ভালোবেসে মানুষ।