ফেইসবুক

ফেইসবুকের হাতি ভাই বাস্তবের পাতি,
চাঁন মোল্লাও সাজে ভাই, সিরাজুদ্দৌলার নাতি।

বাস্তবের জরিনা, ফেইসবুকে জেরিন,
বাড়ির পাশের ছোট খাল হয়ে যায় মেরিন।

হাজার হাজার জ্ঞানী ভাই, সবাই জ্ঞানপাপী,
নিজের দোষ রেখে দূরে,অন্যের দোষ মাপী।

আবুল, বাবুল সব হয়ে যায় বড় সেলিব্রিটি,
ভদ্রজনে হাসে দূরে হয়ে চুনাপুঁটি।

হাজার হাজার বন্ধু ভাই, বন্ধুর নাই শেষ,
কাজের বেলায় নিজেই একা কারো নাই রেশ।