ধর্ম ফেরি
আমি এক ফেরিওয়ালা, ধর্ম ফেরি করি,
ধর্মান্ধতা পুজি আমার, মুখোশ পড়ে ঘুরি।
পণ্য আমার সুন্নী শিয়া, বিক্রি বেশ বাহারি,
ভাইয়ে ভাইয়ের রক্তের খেলায় আপন পকেট ভরি।
বিক্রি বেশ ভালো দেখে তুলি হানাফি মালিকি,
ক্রেতায় ক্রেতায় দোকান ভরে, আমি হরিষে থাকি।
বাজারে তুলি আহলে জামাত সাথে ওয়াহাবি,
মনের খেয়ালে ব্যবসা করি ভূলি খলিফা সাহাবি।
আহলে হাদিস বাজারে এলো সাথে মাজহাবি,
আল্লাহ আমার মালিক ভাই শিক্ষক আমার নবী।