মেঘলা শরীর,
ভিটামিনের বড্ডো অভাব ,
শেষ খুঁজতে গিয়ে
বার বার নতুন পথের দিশা মেলে,
এবং গল্প লিখছি - কলম বেয়ে
রাগ নামছে দ্রুত বেগে,
সূচের অগ্রভাগের রাসায়নিক
প্রবেশ করছে শিরায়,
ঘুম নেই চোখে তবুও , স্বপ্ন দেখার
বাহানায় দুচোখ বন্ধ রেখেছি,
আমি সন্ধ্যার ভীড়ে হারিয়ে যাওয়া বিকেল,
আমার মেঘলা শরীর - রোদের বড্ডো অভাব !