রোজ রাতে নরম বালিশে মাথা রেখে শুয়ে পড়ি,
ঘুম আসেনা তাই চার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি,
আরো কতো অঙ্ক , কতো যোগ বিয়োগের পাটিগণিত ।
ঘড়ির কাঁটার টিকটিক শব্দ বলে দিচ্ছে আর কতটা সময় আমার হাতে আছে,
টিকটিকি টাও লেজ নাড়িয়ে মুখ ভেংচিয়ে বলে -'ঘুমো',
চোখ বন্ধ করলেই কালো আঁধার , যেনো চাঁদ সূর্য তারা নেই,
জোনাকির মতো উড়ে বেড়ায় না কষতে পারা অঙ্ক গুলো ,
না পাওয়ায় তালিকা বড্ডো বড়ো, গুনতে গিয়ে গুলিয়ে ফেলি,
অঙ্ক কষি কতো বেগে রাত কাটলে ভোরটা খুব কাছে আসবে!