২০৬ বছর ধরে জেগে আছি, স্বপ্ন দেখব বলে
চোখের পাতার কোলাজ উড়ছে ডানা মেলে,
হিজিবিজি শহরের ল্যাম্প পোস্ট দিয়ে বৃষ্টি পড়ে
বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগবে তাই মানুষ হাটে নদী দিয়ে,
আমার কষা অঙ্ক গুলোর উত্তর মেলেনি আজও
যোগের বদলে বিয়োগ করি ভাজক হয় ভাজ্য,
২০৬ বছর ধরে জেগে আছি, স্বপ্ন দেখব বলে
ক্লান্ত চোখের পাতা যায়নি আজও ঢলে !
স্মৃতির কাছে রাতের ঘুম গুলো বন্দক রেখে
কালপুরুষ আঁকি তারায় তারায় লাইন টেনে ,
সেই ছবি মুছে দেয় মেঘেরা দলে দলে
তবুও বিনিদ্র রজনী কাটে স্বপ্ন দেখব বলে!