শীতকাল ফুরিয়ে গেছে
রুক্ষতা রয়ে গেছে তবুও ,
আমরা এগিয়ে গেছি ;
হৃদয় থেকে হৃদয়ের দূরত্ব
নদীর মতো বয়ে চলেছে,

আমি বাঁ কাঁধে পাপ, ডানে পূণ্য
আর হৃদয়ে স্বাধীনতা নিয়ে
ছদ্মবেশে লিখছি রোজ চেনা গল্প ;
প্রতিটি ঋতু থেকে প্রতিটি প্রেমিকার
চোখে ছড়িয়ে দিয়েছি আবেগ ,

আমাদের শীত পাঁজর বেয়ে
গড়িয়ে পড়ছে, বসন্তের কোলে
বাসা বেঁধেছে খুচরো প্রেম ,
আমার বুকের একপাশে হৃদয়,
অন্যপাশে  রয়েছো তুমি ,
আমরা কেউ সুখী হতে চাইনি!