আমরা প্রজাপতি থেকে শুঁয়োপোকা
হয়ে যাচ্ছি প্রতিদিন,
মানুষ সুখ সহ্য করতে করতে একদিন
ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্তির আয়ুরেখা
বেয়ে ফুটে ওঠে বিষন্নতার আঁধার,
সেই আঁধার জলে দুঃখ ধরা
দিয়েছিলো তেতো অসুখ হয়ে।
মানুষ কাশফুলের হাওয়ায় মাথা রেখে
ঘুমাতে চেয়েছিলো তখন,
অথচ তারা মৌখিক লড়াইয়ে
হাতিয়ার ব্যবহার করতে করতে
প্রজাপতি থেকে শুঁয়োপোকা
হয়ে যাচ্ছি প্রতিদিন ।