পাঁজর বেয়ে দরিদ্রতার শেকড় আঁকড়ে ছিলো,
ওরা রোজ এঁটো শরীরে ভিক্ষা করতো
আর মুদ্রাপতনের শব্দ দূষণে মাথা ঝিম হয়ে আসতো,
জিভের তলায় জমা ক্ষুধা, দুর্জয় রিপু হয়ে
ঝরে পড়ে লালা রসের সাথে,
শুষ্ক স্তুনে মুখ রেখে রক্ত চুষেছে যে শিশু -তার অপুষ্টির
গন্ধ লেগে আছে কড়কড়ে কাগজের নোটে,
সেদ্ধ ধানের ঘ্রাণে ঘুম ভাঙ্গে ক্ষুধার অলসতার
আর তখন ধাতব মুদ্রার স্তূপে
জমা হয় বিংশ শতাব্দীর মন্বন্তর !