হৃদয় পুড়ছে,
আগুনের লেলিহান শিখা দেখে
তোমরা নির্বাক ছিলে,
পোড়া হৃদয়ের গন্ধে কারুর ঘুম ভাঙ্গেনি,
ক্লান্তির বিশুদ্ধতা তোমাদের চোখের সামনে
সবকিছুকে ঝাপসা করে দিয়েছিল ।

কাল ভোরে পোড়া হৃদয়ের ভূসাকালি
মেখে একটি সাদা পায়রা উড়ে যাবে ,
তোমরা তাকে কাক ভেবে তাড়িয়ে দিয়ো না !
তোমরা হৃদয়ের আগুনকে
রংমশাল ভেবে হাসতে থাকো না !