বয়স থেমে গেছে — ঐকিক নিয়মে
বাড়ছে আকাশের প্রতিবিম্ব ,
উপহারের বিনিময়ে উপহার
আকাশের বিনিময়ে মহাসাগর;

মৃত্যুর ও মরে যায় একদিন
পুনর্জন্ম বলে কী কিছুই নেই  ?
চাঁদের যে পিঠ দেখতে পাচ্ছি না
সে পিঠে হয়তো কলঙ্ক নেই !

পুনর্জন্মের ঋণ শোধ করতে হবে,
অসীম মহাকাশ সমান দীর্ঘ যানজট
আমাদের বয়স থেমে গেছে  !