যে নদীর জীবন ফুরালো,
যে নারীর পাঁজরে জন্মানো ফুলের অকালমৃত্যু,
যে ষ্টেশনে অনুসন্ধানের ঘোষণায় চেনা নাম কানে এলো --
আমি তাদের পাশ ফিরেই শুয়ে আছি
বালিশের নিচে স্বাধীনতার চাবিকাঠি লুকিয়ে রেখে,
আমার চোখের ইশারায় সব আলো নিভে যায়
তখন চোখের পাতা মেলে বিছানায় মঞ্চস্থ হলো
একাঙ্ক নাটক ' ঘুম ' ;
সেই ঘুমকে গ্রাস করেছিলো ক্রন্দনরত স্বপ্ন
যেমন ভাবে মোহনা গ্রাস করেছিলো দীর্ঘতম নদীকে।
উৎসবের ক্রোড়পত্রের শিশুসুলভ বিজ্ঞাপনে
ছাপানো ছিলো আমাদের হারানোর তালিকা ,
দিনের শেষে চেতনা হারায় -ফের জেগে ওঠে
ভোরের প্রথম নাবিকের ডাকে,
ঘুম ভাঙা জীবন তখন স্রোত খোঁজে মৃত নদীর পাঁজরে !