নদীর প্রিয় বন্ধু হয়ে পাহাড় দাঁড়িয়েছিল
মহীরুহের মতো ,
যে নদী পাহাড়ের বুক চিরে এগিয়ে যায়
তার ফিরে আসার মিথ্যে প্রতিশ্রুতি
ঝর্নার শব্দ হয়ে শোভা বাড়ায়,
পৃথিবীর বয়স বাড়ে - পাকা চুলে কালো প্রলেপ ;
পাহাড়ের অপেক্ষা একদিন সমুদ্রে মিশে যায়,
তবুও সে দাঁড়িয়ে থাকে
মাথায় সাদা কালো মেঘের জটা নিয়ে !