প্রশ্নময় রাত তখনও
আকঁড়ে আছে ভোরের পাঁজর,
শ্বেতফুলের মতো ফুটছে প্রেম,
অন্ধকারের গর্ভাশয়ে  জমা পাপ
একদিন প্রসবযন্ত্রনার কারণ হয়ে দাঁড়ায়,

হে ফুল - নারীকে দিয়েছো তোমার সুবাস
রাত্রিকে দিয়েছো বিবর্ণতা,
যা কিছু ভেবেছো সৃষ্টি তুমি
সবই ঈশ্বরের ধ্বংস খাতায় আঁকা ;

আঁধারের অহংকার ভাঙ্গছে ধীরে ধীরে
মানুষ নিজেই নিজের কাছে পরাজিত,
রুহুর খোরাক জোগাড় করতে গিয়ে
রোজ ক্ষয়ে ক্ষয়ে গেছে ক্লান্ত ফুলের দেহ !