আমার প্রিয় ফুল, আমার আকাশের
কালপুরুষ, আমার সেকেলে হাতঘড়ি ,
আমার দীর্ঘ নিশ্বাস, কেমন আছে ওরা
- তুমি একবারও খোঁজ রাখোনি ওদের ।
তবুও তুমি চোখের কাজলে রোজ একটা
করে কবিতা উপহার দিয়েছো আমায়,
আর কপালের টিপ আয়নায় রেখে দিয়েছো
সযত্নে, যেনো ওরাই ক্যালেন্ডার হয়ে
হিসেব রেখেছে আমাদের শেষ দেখার !
তোমার অভিমানে বৃষ্টি জমে ,মেঘ হয় ,
রেলিং এ জমা জলের মতো বিন্দু হয়ে
চুয়ে পড়েছি তোমার চোখের পাতায় ,
তুমি স্বপ্ন দেখতে চাওনা বলে আমারও
ঘুমপাড়ানি গান লেখা হয়নি ,
আমি তো একদিন আকাশ ছিলাম
তুমি কেনো মেঘ হলে না ?
আমি তো একদিন রোদ হয়ে আছড়ে
পড়েছিলাম তোমার মুখে,
তুমি কেনো পর্দা টেনে দিলে ?
তোমার প্রিয় সুগন্ধি , তোমার ঢাকাই জামদানি,
তোমার সমুদ্র মন্থন, তোমার শূন্য ফুলদানি,
আমি কি ওদের একজন হতে পারিনি ?