"আমরা মানুষ, — পাখি নই"
তবুও পরিযায়ী,
দৃষ্টি ধ্রুবক ;  মানচিত্র বরাবর হেঁটে চলি
আর আস্তানা বদল হয় রোজ ,

আমাদের অভাব গোধূলি পার করে
ক্রমশ এগিয়ে আসছে
আর নিঃসঙ্গতার আবির দুহাত দিয়ে
গালে মাখিয়ে দিচ্ছে ;

পিপাসার মতো পান করছি রাত্রি ,
দীর্ঘতম স্বপ্নের মূল্য বাড়ছে —
আমাদের ঘুম প্রয়োজন ;

যে ঠিকানায় মাথা রেখে
আকাশ দেখি, যে পথ
আমাদের ঘরে ফিরিয়েছে,
তাদের সঙ্গমের সাক্ষী ছিলো
যে পাখি - সেও পরিযায়ী!