সংস্কারের ইতিহাসে আলিঙ্গনরত
একটা যুগল, স্থাপত্যের উপন্যাস এ
তাদের পৌরাণিক প্রেমের গায়ে মাটি লেগে;
স্বাধীনতার সীমা পেরিয়ে ওরা পরাধীন
হতে চেয়েছিলো, যতটা পরাধীন হলে
একে অপরের কাছে মাথা নিচু করার
লজ্জা থাকে না, দাসত্বের শেকল কে
পায়ের ঘুঙুর করে প্রণয়ের রঙ্গমঞ্চে
মোহিনীয়াট্টম পরিবেশন - এমন পরাধীনতা,
অথছ ইতিহাসের বাস্তুতন্ত্রে তারাও বেচেঁ ছিলো
স্বাধীন এক-কোষী প্রাণী হয়ে !