মানুষ তখনও উড়তে শেখেনি
মায়ার দাসত্বে আটকে ছিলো
আকাশের অনেক নিচে,
আমি খসে গেছিলাম শিউলী ফুল হয়ে
ভালোবাসা ভেবে তুমি কুড়িয়ে নিয়েছিলে,
আমার ভাগের সমস্ত দুঃখ তখন
তোমার খোঁপায় সাদা ফুল হয়ে শোভা পাচ্ছে,
আর হাতঘড়ির দুটো কাঁটার ব্যবধান
যতো কমছে ততো দ্রুত হৃদস্পন্দন,
শিশিরের বিন্দুরাও একদিন ফুলের মুখ ধুয়ে দেয়,
তখন মায়াবী নক্ষত্র সময়ের মতো আটকে ছিলো
আকাশের এক কোণে, মানুষ তখনও উড়তে শেখেনি ।