কিছু ফুল রাতে ফোটে, আলোর অভাবে,
বুকে রেখে সাদা থান সেজেছে বিধবা,
ভোর হলে স্নান করে, হিমেল শিশিরে
মধুর সুরভি তার , বাড়িয়েছে শোভা ,
তার পর ঠাঁই পায়, পাথর বেদীতে
অথবা সে, নিথর দেহের আভরণ ,
সতী হয়ে দাহ হয়, চিতার আগুনে;
বৃন্ত চ্যুতি হয়ে, যায় নন্দন কানন ,
কিছু ফুল রাতে ফোটে, চাঁদের আলোতে,
পাঁপড়িতে আঁকা থাকে নিশীথ সীমানা ,
ভোর হলে খসে পড়ে, তারা সকাতরে,
শিউলি, বেলি,জুঁই, আর রজনীগন্ধা।
তবে সব ফুল রাতে যদিও ফোটেনা
যারা শুধু রাতে ফোটে, আসলে যন্ত্রণা।
---------------------------------
পয়ার ছন্দে রচিত সনেট, ১৪ মাত্রা, তিনটি চতুষ্ক , একটি দ্বিপদিকা (শেক্সপিয়ার রীতি)।
মিলবিন্যাস - ক খ ক খ, ক গ ক গ, ক ঘ ক ঘ, ঘ ঘ