নরকের একটি সন্ধ্যা,
ঝলসে পড়া সূর্যকে গিলে ফেলছে
পাপের পাকস্থলী!
মানুষ দুঃখ ভালোবাসে,
তাই ক্লান্তিহীন দুঃখের কাঁধে পা রেখে
যুদ্ধের ঘোষণা করে,
আর প্রতিটি মৃত্যুর পর
নতুন নক্ষত্র জন্ম নেয় !
মানচিত্র পুড়ছে - হৃদয় পুড়ছে,
পুবের আকাশ পুড়ছে,
কোথায় মাথা গুজবে আমার পৃথিবী ?
তোমরা একে একে চোখ বন্ধ করো,
তোমাদের সামনে পৃথিবী বিবস্ত্র হবে ;
তীব্র লজ্জায় তখন চোখ
লাল হয়ে যাবে ,
তোমাদের চোখের আঁচে নরকে
জ্বলে উঠবে দাবানল,
চাঁদের আলো নিভে যাবে
শুধু আকাশটা জ্বলবে দাউদাউ করে !