সূর্য ডুবলে রাজপথে ঢলে পড়ে
আলোর উৎসব, ফুটপাতে তখন
মঞ্চস্থ হয় দুর্ভিক্ষের পূর্ণাঙ্গ নাটক,
আকাশে ফুল ফোটার শব্দ
কানে এসে ধরা দেয়, আর
শুয়ে থাকা নিষিদ্ধ ক্ষুধার ঘুম ভাঙ্গে !
রাজকর পরিশোধের জন্য ওরা
কেড়ে নিয়েছিল বিবেক,
মানুষ লজ্জা নিবারনের জন্য
বন্দক রেখেছিল দু চোখের দৃষ্টিকে !
ভিক্ষুকের আর্তনাদ ছিলো
শব্দদূষণের থেকেও ভয়ঙ্কর,
তারপর রাজপথ এফোঁড়-ওফোঁড় করে
মাটি থেকে জন্ম নিয়েছিল ভোরের আকাশ !