বুকের উপর রাখা ছিলো হিমালয়,
জীবিত মানুষের পাঁজরে
কবরের ক্রন্দলরোল,
মৃত মানুষের চোখে
দৃষ্টি তখনও জীবিত ,
স্রষ্টার সম্মুখে সৃষ্টি দাঁড়াবে একদিন,
মহীরুহ নত হবে ,
আগুন আর নদী থাকবে পাশাপাশি ;
সাদা কাপড়ে লিখে রাখা কবিতার
সব অক্ষর পাল্টে যাবে !
হিমালয় গলে যাবে ঠিকই,
তবুও বুকের উপর পাপের ওজন
পাহাড়ের থেকেও ভারী,
তুমি সেদিন মনের মানচিত্রে
নদী খুঁজে বেড়াবে,
অথচ তোমার চোখে তখন
দীর্ঘতম নদী বয়ে যাচ্ছে!