আমরা একটি গ্রামের মতো
শহর চেয়েছিলাম,
আমাদের সাঁকোর পারাপার
নদীর মতো স্বচ্ছতা নিয়ে বিস্তৃত ছিলো,
সভ্যতার তুরুপের তাস
কালবৈশাখীকে চোখ রাঙায় আর
মৃত হাওয়া নুয়ে পড়ে  শহরের উঠানে;
বহুতল অট্টালিকার শিরদাঁড়ার যন্ত্রণা
নিমেষে ফুরায় বিপ্লবের তাগিদ ,
আমরা তৃণভূমির উপর কুয়াশার আস্তরণ
বিছিয়ে দিয়ে ভোরের দৃষ্টিকে ঝাপসা করতে
রাজি ছিলাম,
আমাদের মিছিলে নেতৃত্ব দিয়েছিলো
ভেঙ্গে পড়া উড়ালপুল, পূর্ণাঙ্গ শহর না হতে পারা
মফস্বলের দুঃখ আর বন্ধুদের জলসাঘর ;
তুষার স্নানের স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়া শহর
একদিন কুয়াশার ভোরে গ্রামে বদলে যায়!