কোপাই কি শুধু একটা নদী?
নাকি একটা প্রেমিকা ?
যার অনেক প্রেমিক আছে!
তারা শান্ত জলে মুখ ধোয় ,
সেই জল ধুয়ে দেয়
প্রেমিকের  চোখের বালি ।


কোপাই কি শুধু একটা নদী?
নাকি একটা  চতুর্দশী গান,
তার অনেক সুর আছে।
কলকলিয়ে আওয়াজ করে,
রাতের নিঝুম আধারে নিরব থাকে,
নীরবতার ও একটা সুর আছে,
হয়তো তার প্রেমিক ,
কান পাতলে শুনতে পায়!


কোপাই কি শুধু একটা নদী?
নাকি একটা চলমান তৈল চিত্র
সূর্যের অভিমানে একটু তপ্ত হয়
জ্যোৎস্নার আলোতে  স্নিগ্ধ ময় ,
একা একা দেখলে কোপাই কে
প্রেমিকা মনে হয় !