কবি ভালো আছে কিনা খবর না রাখলেও চলবে
দুবেলা  ভাত মাংসের ঝোল পড়ছে কিনা তার পেটে,
শুধু খবর রেখো কবিতারা কোনঠাসা হয়েছে কিনা
ওদের শব্দ গুলোতে লুকিয়ে আছে সভ্যতার যন্ত্রণা
কবিতার জ্বর আসে না, ক্ষিদে মেটে না , ঘুমিয়ে পড়েনা ,
হাহাকারের বুক চিরে বেরিয়ে আসে; মিশে যায় আকাশে,
কবিতা বিষপান করে , কবিতার আগুনে অন্তর পোড়ে,
নিদ্রাহীন রাতের অকপট আঁধারে ,স্বপ্নের মশাল জ্বালে ,
স্বৈরচারির তৃষ্ণা মেটে শ্রমিকের ঘামে, কৃষকের শ্রমে,
কবিতার গলা কাঁপে ,পিপাসা মেটে স্বৈরচারির লাল রক্তে,
পাহাড়ের নিচে চাপা পড়ে যাওয়া কবিতারা ফেটে ওঠে
আগ্নেয়গিরি হয়ে, রুচিহীন নগ্ন সভ্যতার গাড় মেরে ,
শোনো প্রেয়সী একদিন তোমার বুকের মধু শুকিয়ে যাবে
তবুও রোজ খবর নিও সময় করে ; কবিতারা কেমন আছে !