কবিতার জন্ম হয়েছিল
মোমবাতির মতো জ্বলন্ত হৃদয় থেকে,
পুড়তে থাকা শব্দগুচ্ছের মৌন মিছিল
তাদের সংগ্রাম ছিলো কল্পনার বিলাসিতার বিরুদ্ধে,
কবিতা জন্মায়
আবার নিভে যায় রুগ্ন অমাবস্যায়  ,
যে অন্ধকার তোমাকে কবি বানিয়েছে
তার শূন্যতায় উচ্চারিত হয় ভৈরবী রাগ ।
আকাশের পর্দা চিরে ক্ষীন আলো
ভোরের স্বপ্নে প্রবেশ করেছিলো,
সেখানে প্রবেশ ছিলো অবাধ
তবুও মানুষ বারবার ফিরতে চেয়েছিলো বাস্তবে,
জীবনের বিচ্ছুরণ ছিলো পূবের আকাশে ,
পশ্চিমে গলে যাওয়া মেঘ আর
আমাদের অতীত ঠাঁই নিয়েছিল ভবিষ্যতের বুকে !