কবিতা,
যুগ যুগ ধরে তোমায় ভালোবেসেছি,
কিইবা পেয়েছি ভালোবেসে ,
দুমুঠো ভাত? বাসি রুটি , অথবা নুন ছাড়া তরকারি।
পেয়েছি শুধু
ঘৃণা- তাচ্ছিল্য- অবহেলা আরেকটা মহামারী,
কবিতা ,
যুগ যুগ ধরে তোমায় আপন ভেবেছি
লাভ হয়নি কিছুই
রোববার হাটে তোমায় বিক্রি করে
তাই আস্ত একটা উপন্যাস কিনেছি !
পাতায় পাতায় শব্দের জাগলারি ,
আর না আঁকা কতো ছায়াছবি ,
প্রতি খণ্ডে খণ্ডে রোমাঞ্চ ,
কোথাও প্রেম কোথাও বিরহ ,
কোথাও বা উষ্ণতার দাবিদারি !
কবিতা,
তবুও -উপন্যাস পড়তে গেলে আজও ছন্দ টা মিস করি,
হাজার হাজার বাক্যের মাঝে পঙক্তি গুলো খুঁজি,
প্রেমের কথা ভালো লাগেনা বিরহ তে মন মজি,
কবিতা,
উপন্যাসের শেষ খণ্ডে আজও তোমায় খুঁজি
প্রতি খণ্ডে ছন্দ খণ্ড মিলিয়ে তোমায় ভালোবাসি !