লিখতে ভুলে গেছি,
অক্ষরের সাথে অক্ষর জড়িয়ে
ভাবনার গালিচা থেকে মুছে যাচ্ছে
শিল্পের নিশানা ;
বাদ্যযন্ত্রের থেকেও সুরেলা
ছিলো আমার হাতের কলম,
সে কলমের মুখ চেপে তোমরা
শুনতে চেয়েছিলে সপ্তকের আর্তনাদ,

তোমাদের খিদে ছিলো রক্তের,
আমার ছিলো কবিতার ;
নীল জরায়ুর দেওয়াল থেকে
সাদা মেঘ গুলো খসে পড়ছিলো,
আমি কবিতা ভেবে সেগুলো কুড়িয়ে
নিতে চেয়েছিলাম  !