আমি কেমন করে বেঁচে আছি এই অতিমারীর যুগে ,
মৃত নয় , পীড়িত নয় , এক জীবন্ত লাশ হয়ে ,
স্বাধীনতার যবনিকার আড়ালে দেখি পরাধীনতার প্রতিহাস ,
প্লাষ্টিক বন্দী মৃত ফুসফুস , বিকল হৃদপিন্ড
আর দৃষ্টিহীন চোখে আঁকা না সাধিত ইতিহাস ,
পদস্খলন করেছে ব্রম্ভাণ্ড উন্নয়নের সোপান থেকে ,
মানবজাতির ঐক্যহীন বিশৃঙ্খলতা দেখে ,
আমারো বসন্ত কাটে মৃতদেহের সংখ্যা গুনে ,
আমিও গন্ডি টানি অস্পৃশ্যতার খড়ি দিয়ে ,
রুগ্ন স্বপ্ন ভাঙে রোজ মধ্য রাতে ,
বিনাশের বাঁশির সত্রস্ত সুরে !!