আমি তোমার প্রিয় কষ্ট হয়ে
বন্দী থেকেছি অ্যাকুরিয়ামে,
সূর্যের তাপে গলে যাওয়ার ভয়ে
তুমি শুধু আমায় বৃষ্টি হতে বলতে,
তোমার চোখে প্রেম খুঁজতে গিয়ে
দেখেছি লেখা বিপ্লবের স্লোগান ,
আজ সেই স্লোগান মুছে গেছে
তোমার চোখের জলে ,
সেই নোনাজলের বাঁধ হয়ে
কালো কাজলে আটকে গেছে সব দুঃখ,
তুমি মেঘবালিকা হতে পারতে,
হতে পারতে কাঠগোলাপের হলুদ,
কেনো আমার মুক্তির অসুখ হয়ে
জোছনায় পুড়িয়েছো তোমার নরম বুক !