কাঁটাতার পেরিয়েছে
একটা পাখী, মুখে একটা ফুল
এদেশ থেকে ওদেশে নিয়ে !
সেই ফুল আমি দেখেছি তোমায় খোঁপায় ।
একটা নদী বয়ে গেছে
দুই দেশের বুক দিয়ে ,
তোমারা তাকে আটকে রাখতে পারোনি,
একটা শবদেহ ভেসে গেছে এদেশ থেকে ওদেশে,
কিন্তু একটা নৌকা সেই নদী বেয়ে
পেরোতে পারেনি দেশের সীমারেখা।
দেশ পেরোলেই দ্বেষ বাড়ে,
মানুষ আটকে যায় কাঁটাতারের জালে,
শুধু কবিতারা ক্ষমতা রাখে
দুই দেশের নাগরিক হওয়ার।