হৃদয় আর মস্তিষ্কের কাটাকুটি খেলা,
খেলা শেষে পড়ে থাকে কবিতার অবহেলা।
মনের আকাশে মায়া জমে ,মেঘ হয় ,
মেঘে মেঘেও যুদ্ধ লাগে ; বৃষ্টি হয় ,
সে বৃষ্টির ভীষণ আওয়াজ ঢেকে দেয়
তোমাদের কান্নার হাসিমুখ
আর ঘুম ঘুম শহরের পাতানো সুখ,
রোজ বদলে দেয় জীবনের অভিমুখ,
তোমরা খেলো নাকো এমন কাটাকুটি খেলা,
বরং মেঘ হয়ে, আগলে রেখো আকাশের কালবেলা ।