যেভাবে,
        সফেন সমুদ্রে ভাসছে জাহাজ,
        আর লালদীঘিতে
             শাপলা পাতার কোলাজ।
        বেহুলা ভাসিয়েছে ভেলা
                         গাঙ্গুরের বুকে,
        আমিও এঁকেছি নোলক
                তোমার নিষ্প্রাণ মুখে।

যেভাবে,
       নীল আকাশে কেউ এঁকেছে
         সাতরঙা বেনিআসহকলা,
       আর খেয়েছে চুমু
       ঘাসের আগায় স্বচ্ছ শিশির কণা।

যেভাবে,
        কোলাহল হঠাৎ যায় থেমে
                        তোমার গানের সুরে,
        তোমাকে রাত ভেবে জড়িয়ে ধরি
              কুয়াশায় মাখা তিমির ভোরে !