কপালে ভেজা কাপড়ের আচ্ছাদন,
আমি পুড়ছি—পারদ বেয়ে
রাত্রি আরও গভীর হচ্ছে ,
চারিদিক শুনশান, কোথাও কেউ নেই,
আমার শরীরে ভূমিকম্প — আমি কাঁপছি ,
পা গুলো একে অপরকে জড়িয়ে আছে ,
গ্রীষ্মের খরতাপ নেমে এসেছে আমার শরীরে,
আমি পুড়ছি — আর প্রাণভিক্ষা চাইছি,
তখন  একদল কারিগর ছেনি হাতুড়ি দিয়ে
আমার শরীর থেকে অসুখ সরিয়ে ফেলছে !
আমি ওপাশ ফিরে শুয়ে পড়লাম,
তখনও তারা শরীরের রুগ্ন খোলস ছড়াচ্ছে,
কপাল থেকে খসে পড়ছে ভেজা কাপড়
কাপড় ভিজে নেই - আমার কপালের
তীব্র রোদকে সে শুষে ফেলেছে !