তুমি ফিরে এলে তাই
মরা নদী জল পায়,
কাগজের নৌকা হয়ে কবিতারা ভেসে যায়,
পাখিদের গুঞ্জন, অলস ব্যাকরণ
শোনা যায় , বয়ে যায় - তোমারই ইশারাই ,
মাটি পোড়া রোদ্দুর আর পথচলা বহুদূর,
কলমে কাগজে এঁকে ফেলা শূন্য দুপুর
ঘুম পাড়ানিরা হায় , ডানা মেলে জানালায়
ঘুমে চোখ রেখে যাবে তারই অপেক্ষায়,
এই সুন্দর দুনিয়া তার গুঁড়ো গুঁড়ো মায়া
মুখ চেনা সব মুখোশ হয়ে যায় বেহায়া ,
আর কতো সৌখিন তোমার ডালের ছায়া
তাতে ঘুমে ভেসে যাওয়া লাল নীল স্বপ্নরা ,
তুমি ফিরে এলে তাই
চাঁদে মেঘ ছুঁয়ে যায়,
ছোটো ছোটো জোনাকিরা আঁধারে পথ দেখায়,
নক্ষত্র ঝলমল, নাগরিক কোলাহল
নিভে যায়, থেমে যায় - তোমারই ইশারাই ।