মহানগরীর বুকে
সবথেকে উঁচু ইমারতের মতো
একলা দাঁড়িয়ে আছি ,
পাশে নেই কেউ,
শুধু আকাশটা তাকিয়ে থাকে!
তারাদের ওজন বাড়ে
ওরা খসে পড়ে অতীতের পথ বেয়ে,
শুধু আমার হৃদয় জ্বলতে থাকে
ধ্রুবতারার মতো সেই আকাশে!
মানুষের শরীরে খোদাই করা
বিজ্ঞাপন, বুকে ধূ ধূ মরুভূমি,
আর শিরদাঁড়া বেয়ে গড়িয়ে
পড়ছে চেনা রাতের দুঃখ ,
আমার পাশে না হয় একটা
চাঁদ এঁকে দিয়ো, আমি
অমাবস্যার রাতেও তাকে
আলোর মতো হাসতে দেখবো !