সময়ের লাল আভা ছুটে চলছে
কবরস্থানের দিকে ,
আকাশ ভর্তি মৃত্যুর গভীরে মুখ লুকিয়েছে !
শিরা দিয়ে রাত্রি বয়ে চলেছে
মস্তিষ্কে ফ্যাকাশে অন্ধকার ;
অনুচ্চারিত ছিলো শব্দের ভাষা
এবং চক্ষুর দৃষ্টি ছিল নীরব,
আকাশ ফুঁড়ে ভোর আসে
নিদ্রার হত্যা হয় সূর্যকে সাক্ষী রেখে!

এখনো কিছুটা মেঘ জমে আছে পাঁজরে
বহুতল ব্যথাদের কান্তি , গা দিয়ে ঘুম ঝরে পড়ছে !
তারুণ্যের নকশায় একধাপ করে বয়স বাড়িয়ে
আমরা সন্ধ্যাকে ধরে রাখার চেষ্টা করি !
অথচ হাত ফসকে কাঁচের বোতলে বন্দী আঁধার
ভেঙে পড়ে আকাশে,
রাত্রি ছড়িয়ে পড়ে শিশিরের মতো , তারাদের ভিড়ে !