শব্দের ফাঁকে যতটুকু অবকাশ
তারও কম ছিলো কষ্টের বোতলে শূন্যতা,
নীলাকাশ দেয়নি কিছু আমায়
পালকপুঞ্জ মেঘ ছাড়া,
হৃদয়ের বয়স কমতে কমতে
একদিন ফের প্রসব যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়!
তারপর শিরদাঁড়ায় ঘুণ ধরে,
মহাকালের মঞ্চে পুনর্জন্মের মহড়া
শেষ হওয়ার অনেক আগেই
সভ্যতার শেষ নিশ্বাস পড়েছিলো ,
উন্নয়নের এপিটাফে লেখা  
ধ্বংসের একাঙ্ক নাটক - শব্দের ফাঁকে
যতটুকু ছিলো অবকাশ
তারও কম ছিলো আকাশের আয়তন !