ঘুম আসেনা , একলা ঘর!
একরাশ ধোঁয়া আর ঘনঘটে অন্ধকার,
চোখের রং ক্রমশ রক্তিম হয়ে যাচ্ছে
মাথা ভর্তি চুলের জঞ্জাল , তারই নিচে
জং ধরা স্মৃতিগুলো মস্তিষ্কের জাইরাসে ,
রক্তটা যেনো আরো জোরে প্রবাহিত হচ্ছে ,
ধমনীর গাত্র দেওয়ালে পড়ছে আছড়ে
সমস্ত রাগ ,ঘৃণা , ভুয়ো সম্পর্ক
আর নরম ঠোঁটের আড়ালে রাশ রাশ মিথ্যা !!
"ভালোবাসা চলে যায় এক মাস সতেরো দিন পর"
সুনীল গঙ্গোপাধ্যায় ওটা তোমার যুগ,
-আমার যুগে তোহ বন্ধুত্ব টাও
চা এর ভাঁড়ের মতন
শেষ চুমুক পর্যন্তই স্থায়ী ,
তারপর ছুড়ে ফেলে দেয়।
আর প্রেম ?
ওটা তো যতক্ষণ লিবিডো প্রবল
ততক্ষণই সচল ।