কবিতার মৃত্যু হয়েছিলো,
তারপর আলোহীন নক্ষত্রের পুনর্জন্মলগ্নে
আঞ্চলিক ভাষায় নেমে আসে
নীরবতার আবেগ!
আকাশ ছিলো দয়ালু
কঠোর হৃদয় নিয়ে বিস্তৃত ছিলো ভূমি,
মানুষ বুক পেতে ভিক্ষে করেছিলো
একটু ভালোবাসার জন্য,
সূর্যের আলিঙ্গনে হিমালয় গলে যাবে
একদিন, বুড়ো হয়ে যাবে সৌরজগত,
কক্ষপথে ভাঙাচোরা গ্রহ পড়ে থাকবে ,
তখন ভোরের ইবাদতের চাঁদ নেমে আসবে
মায়ের কোলে !