দত্তক নেওয়া হাতঘড়ি , তার নীলচে সময় ;
স্রোত স্বাধীন আছে  আজও নদীর বুকে,
তীরে তার কবেকার মহীরুহ
স্থাপত্যের নিশানা স্বরূপ নির্ভীক দাঁড়িয়ে,
তারপর উপন্যাসের দোর গোড়ায়
মৃত কবিতারা জড়ো হয়
ভোরের শিউলি সাদা শামিয়ানা হয়ে,  
একদিন ওরা জীবিত ছিলো কবির চেতনায়
জমাট বাঁধা অনুভূতির মতন,
তখন বিজয় মিছিলের শব্দদূষণ -
সময়ের যানজট - স্বপ্নের আঁকিবুঁকি ,
হৃদয়ের সাইরেন - শ্রমিকের অধিকার
সবাইকে জ্যোৎস্নার আদর ঘুম চুম্বন দিয়েছিলো,
রাত্রির বয়স বাড়ছিলো কেবল
আর হেমন্তের ভোর পেয়েছিল একটু শীতের স্বাদ !