কতোদিন দেখা হয়নি তোমার সাথে,
সব দুরত্ব কি মাপা যায় স্কেল দিয়ে?
অভিমানে ডুব দেয় শব্দের জঞ্জাল,
কবিতারা বোবা হয়ে যায় ,
উৎসব আসে , ফের চলে যায়
ফিকে হয় পাঞ্জাবীর রঙ তোমার অপেক্ষায়!
দিন, মাস, বৎসর বয়ে যায় নদীর বুকে ,
আমিও খুঁজেছি তোমার সুবাস জংলী ফুলে,
বুকের নরম মিলিয়ে গেছে রাতের আকাশে,
এখন আমার স্তব্ধ শহর কাঁপছে জ্বরে
একটু যদি জলপটি টা ভিজিয়ে দিতে,
কতোদিন দেখা হয়নি বলো তোমার সাথে !