চৌকাঠ পেরোলেই
স্মৃতির ঢেউ পা ভিজিয়ে দেয়,
অতবড় আকাশের শুন্যতা শুধু মাত্র
কটা সাদা মেঘ দিয়ে ভরাট করার বৃথা চেষ্টা,
অথচ নক্ষত্রের রাত্রি চাঁদ কে পথ দেখিয়েছিলো,
কিভাবে প্রিয় মানুষ এর চলে যাওয়ার পর
ধুলো জমা ফ্রেমের মুল্য বেড়ে যায় ,
কিভাবে পৌষের সকালের কুয়াশা
গত রাত্রির ঘ্রাণ রেখে যায় শিশিরের উপর,
রোহিনীর মতো বার বার নুয়ে পড়ছিলাম
অতীতের নকশা আঁকতে গিয়ে,
তখন আঁকড়ে ছিলো শৈশবের শেকড়,
আমার এখন নতুন ধারাপাত পড়ার বয়স ,
পুরাতন অঙ্ক তবুও আধমরা রাত্রির প্রহরী হয়ে
ভোর নামার অপেক্ষা করে !