পাথুরে বিশ্বাস ক্ষয়ে যায় খরস্রোতায়
নদী বলে ডাকো যারে, পাহাড়ের বুক চিরে
অভিশাপ তার গর্জে ওঠে দোরগোড়ায়!
কুয়াশার তাপে থেমে যায় জলপ্রবাহ
সেই বালির চাদরে কাঁটা গাছ হয়ে
জন্ম নেয় বেপরোয়া স্মৃতিগুলো !
চাঁদ বলে ডাকো যারে, হৃদয় তার ক্ষয়ে
যায় ধীরেধীরে - শিশিরের জলে ।
বুকের ক্ষত চেরা দিয়ে ঝরে পড়ে
আলোর ঝর্না বালির চাদরে,
প্রবাহের দোসর হয়ে আকাশের কুলে
বয়ে যায় চাঁদ বেহুলার নদী হয়ে !