অনেকদিন ধর্মঘট হয়নি এ শহরে;
মানুষ ঘুমিয়ে পড়ে তবু নক্ষত্ররা জেগে থাকে,
ওদের বিশ্রাম নেওয়া বারণ, জেগে থাকে
এ শহর দিবা রাত্রি, শীতের ধূসর ঝরে পড়ে
বসন্তের পলাশ হয়ে , তখন কেউ মেঘফুল সেজে
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেনি, হেমন্তের রোদে
শিশিরের মুছে যাওয়া - কিছুই দেখেনি ওরা,
রাজপথে কেবলই উপন্যাসের যানজট,
অনেকদিন হয়নি এমন রাস্তায় ধর্মঘট।