আমি বিপ্লবের দেওয়াল লিখি
ভাষার জন্য - প্রকৃতির জন্য,
ঝড়ে নুয়ে পড়া গাছের
আবার সোজা হয়ে দাঁড়ানো - এমন বিপ্লব।
বাঁধ দিয়ে আটকানো নদীর
নিজের অধিকার বুঝে নেওয়ার বিপ্লব।
মেরুদণ্ড বিহীন একটা সমাজের
রক্তাল্পতা, কারণ তার সব রক্ত
শুষে নিয়েছে শাসকের চোখ।
শহীদের প্রথম রক্তফোঁটা মাটিতে
পড়ার ঠিক আগেই কবুল হয়ে যায়
মাতৃ ভাষার স্বাধীনতা।
সমাজের ঝাপসা আয়না- শাসকের প্ররোচনা;
শ্রমিকের নজরানা - সব কিছু বয়ে যায় স্নায়ুতন্ত্র বেয়ে।
সমাবেশ, জমায়েত ভেঙে যায় প্রবল দুর্ভিক্ষে;
আমার কলমের স্বাধীনতা কিনতে গেলে,
তোমাকে একটা রাক্ষস হয়ে আস্ত সৌরজগত
গিলে ফেলার সাধ্য রাখতে হবে !